ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

হাসপাতাল থেকে ফিরে দলে যোগ দিলেন বোনমাতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০১:০৫ পিএম
আইতানা বোনমাতি। ছবি- সংগৃহীত

বিশ্বকাপজয়ী স্পেন নারী দলের অন্যতম তারকা ফুটবলার আইতানা বোনমাতি ভাইরাল মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও এখন অনেকটাই সুস্থ। সুইজারল্যান্ডে চলমান ইউরো ২০২৫ প্রস্তুতিমূলক ক্যাম্পে ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

২৭ বছর বয়সী এই মিডফিল্ডার সম্প্রতি জাপানের বিপক্ষে স্পেনের ৩-১ গোলে জয়ের ম্যাচে অনুপস্থিত ছিলেন। তার আগে মাদ্রিদের হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য।

গত রোববার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি দলের সঙ্গে যোগ দেন, তবে আসন্ন গ্রুপপর্বের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে সংশয় রয়ে গেছে।

স্পেন কোচ মন্তসে তোমে বলেন, বোনমাতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতি যেমনই হোক, আমরা তার জন্য অপেক্ষা করব শেষ পর্যন্ত।

ইউরো ২০২৫ শুরু হচ্ছে বুধবার (৩ জুলাই) থেকে। উদ্বোধনী ম্যাচে বার্নে পর্তুগালের মুখোমুখি হবে ফেভারিট স্পেন।

তবে এই ম্যাচে বোনমাতির মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে।

বার্সেলোনার হয়ে খেলা বোনমাতি দেশের জার্সিতে এখন পর্যন্ত ৭৮ ম্যাচে ৩০টি গোল করেছেন। ২০২৩ নারী বিশ্বকাপ ও ২০২৪ নেশনস লিগ জয়ে তার ছিল বড় ভূমিকা।

এছাড়া তিনি টানা দুই বছর ব্যালন ডি’অর জিতে ফুটবল বিশ্বে নিজের অবস্থান আরও মজবুত করেছেন।

উল্লেখ্য, মেনিনজাইটিস হলো মস্তিষ্ক ও মেরুদণ্ড ঘিরে থাকা আবরণীতে সংক্রমণ। ভাইরাসজনিত মেনিনজাইটিস তুলনামূলকভাবে কম গুরুতর এবং সাধারণত ৭-১০ দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠা যায়।

তবে দ্রুত চিকিৎসা না হলে এটি বিপজ্জনক হতে পারে।