ক্লাব বিশ্বকাপে আরও এক নাটকীয় ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ও গঞ্জালো গার্সিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে সেমিতে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ।
গ্যাস্ট্রোএন্টেরাইটিস থেকে সেরে ওঠার পর গ্রুপ পর্ব মিস করা এমবাপ্পে মাঠে নামেন দ্বিতীয়ার্ধে। আর ফিরেই ছড়িয়ে দেন জাদু। অতিরিক্ত সময়ে আর্দা গুলারের ক্রস থেকে দুর্দান্ত একটি বাইসাইকেল কিকে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন এই ফরাসি তারকা।
তবে ম্যাচের শুরুতেই আলো ছড়ান ২১ বছর বয়সি তরুণ গনজালো গার্সিয়া। ম্যাচের ১০ মিনিটেই গুলারের নিখুঁত ক্রস থেকে অসাধারণ গোল করে রিয়ালকে এগিয়ে দেন তিনি।
এই টুর্নামেন্টে এটি গার্সিয়ার চতুর্থ গোল, যার মাধ্যমে তিনি গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন।
গার্সিয়ার অসাধারণ ফর্ম নিয়ে সাবেক ইংল্যান্ড তারকা আন্দ্রোস টাউনসেন্ড বলেন, ও যেভাবে পা ঘুরিয়ে দূরের পোস্টে বল পাঠিয়েছে, সেটা নিখুঁত এক ফিনিশ। গোলরক্ষকের কোনো কিছুই করার ছিল না।
গার্সিয়ার এমন পারফরম্যান্সে কোচ জাবি আলোনসোও পড়ে গেছেন সমস্যায়। ফর্মে থাকা গার্সিয়াকে একাদশে রেখে কীভাবে জায়গা করে দেবেন সুপারস্টার এমবাপ্পেকে।
রিয়ালের এই জয়ে এখন তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ—বুধবার তারা মুখোমুখি হবে ইউরোপীয় চ্যাম্পিয়ন প্যারিস সাঁ জার্মেইর। এর আগে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি।
আপনার মতামত লিখুন :