ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

হংকংয়ের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে চীন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০১:৫৭ পিএম
চীন ও হংকং। ছবি- সংগৃহীত

ইএএফএফ ই ওয়ান  (EAFF E-1) ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর শেষ রাউন্ডে আজ মুখোমুখি হয়েছে চীন ও হংকং। খেলার শুরুতেই ১-০ গোলে এগিয়ে গেছে  চীন।

আজ মঙ্গলবার (১৫ জুলাই)  বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় ১টায়। খেলা শুরুর ২০ মিনিটের মাথায় চীনের হয়ে গোল করেন জু হাওয়াং।

চলতি আসরে এখনো জয়হীন চীন ও হংকং উভয় দলই নিজেদের সম্মান বাঁচানোর লড়াইয়ে নামছে। 

তিন দলের মধ্যে চীন আপাতত তৃতীয় অবস্থানে থাকলেও তারা গোল পার্থক্যের দিক থেকে কিছুটা এগিয়ে রয়েছে। অন্যদিকে হংকং এখনো পয়েন্টের দেখা না পেয়ে টেবিলের একেবারে তলানিতে রয়েছে।

প্রথম দুটি ম্যাচেই হংকং জাপান ও দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছে। চীনও হেরেছে তাদের দুটি ম্যাচ, তবে প্রতিদ্বন্দ্বিতা কিছুটা জমিয়ে রেখেছিল তারা।

চীন ও হংকং, উভয়ের জন্যই এই ম্যাচটি শুধুমাত্র টুর্নামেন্টের শেষ ম্যাচ নয়, বরং নিজেদের মর্যাদা রক্ষারও একটি সুযোগ।