রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে ক্লাবের চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শুরুতে সহজ মনে হলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিষয়টি জটিল হয়ে উঠেছে।
ভিনিসিয়ুসের বেতন বৃদ্ধির দাবিকে ঘিরে রিয়াল মাদ্রিদের বোর্ড, বিশেষ করে সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে উত্তেজনাও তৈরি হয়েছে বলে জানিয়েছে বেইন স্পোর্টস।
বর্তমানে ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদ এই মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়াতে চাইলেও ক্লাব বিশ্বকাপের পর হঠাৎ করেই আলোচনায় ভিন্ন মোড় নেয়।
ভিনিসিয়ুসের পক্ষ থেকে নতুন করে বেতন বৃদ্ধির দাবি জানানো হয়েছে, যা ক্লাবের পরিকল্পনার বাইরে বলে মনে করছে রিয়াল বোর্ড।
প্রথমে যে বেতনে চুক্তি হওয়ার কথা ছিল সেটি ছিল বছরে প্রায় ২.৩ কোটি মার্কিন ডলার। কিন্তু নতুন প্রস্তাবে ভিনিসিয়ুসের প্রতিনিধিরা বছরে ৩.৪ কোটি ডলার দাবি করছেন।
পাঁচ বছরের নতুন মেয়াদের প্রেক্ষিতে এই অতিরিক্ত চাহিদা প্রায় ৫৭ মিলিয়ন ডলারের ব্যবধান তৈরি করেছে।
রিয়াল মাদ্রিদের ভ্যালদেবেবাস সূত্র বলছে, এটি হঠাৎ করে আলোচনায় এসেছে এবং ক্লাব এই পরিমাণ বাড়তি অর্থ দিতে প্রস্তুত নয়।
ক্লাবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই গ্রীষ্মে কোনো বড় ট্রান্সফারের পরিকল্পনা নেই এবং বেতনের স্কেলে পরিবর্তনও করা হবে না। ফ্লোরেন্তিনো পেরেজের নেতৃত্বাধীন বোর্ড কারও জন্যই নিয়ম ভাংতে রাজি নয়, এমনকি সে খেলোয়াড় জনপ্রিয় এবং দক্ষ হলেও।
যদিও এখনই চূড়ান্ত বিচ্ছেদের কোনো আভাস নেই, তবে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে বাণিজ্যিক দিকেও ভিনিসিয়ুস একজন গুরুত্বপূর্ণ মুখ।
তবে চুক্তি নিয়ে সমঝোতা না হলে ভবিষ্যতে ভিন্ন সিদ্ধান্ত আসার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ক্লাব।