বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ১১:৪৫ পিএম

ম্যাচসেরা হয়ে পেলেন আলুর বস্তা, সঙ্গে ঠেলাগাড়ি!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ১১:৪৫ পিএম

ফরাসি ডিফেন্ডার মাক্সিম সুলাস। ছবি - সংগৃহীত

ফরাসি ডিফেন্ডার মাক্সিম সুলাস। ছবি - সংগৃহীত

ফুটবল মাঠে বাজিমাত করেই কেউ পুরস্কার হিসেবে ট্রফি বা নগদ অর্থ পাওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু ডেনমার্কের প্রথম বিভাগ লিগে খেলা ফরাসি ডিফেন্ডার মাক্সিম সুলাস হয়তো এমন কিছুর স্বপ্নও দেখেননি, কারণ ম্যাচসেরা হয়ে তিনি পেলেন ৫৫ কেজি আলুর বস্তা! সঙ্গে ‘বোনাস’ হিসেবে ঠেলাগাড়ি, যাতে বস্তাটা টেনে নিতে না হয় ঘাড়ে।

রোববার নর্সশেল্যান্ডের বিপক্ষে সুন্নরইউস্কে দলের হয়ে মাঠে নামেন ২৬ বছর বয়সি এই ডিফেন্ডার। ম্যাচে প্রথম গোলটি করে দলকে ৩-২ ব্যবধানে জয় এনে দেন, আর তাতেই বনে যান ম্যাচসেরা। 

অভিনব সেই পুরস্কার পেয়ে প্রথমেই ক্লাবের ক্যাফেটেরিয়ায় আলুগুলো দিয়ে দেন তিনি। পরে কিছু আলু পাঠানো হয় একটি স্যুপ রান্নার প্রতিষ্ঠানে, এমনটাই জানান বার্তা সংস্থা এএফপিকে।

পুরস্কারের এই ব্যতিক্রমী আয়োজনের পেছনের রহস্য খোলাসা করেন ক্লাবের জনসংযোগ পরিচালক ইয়াকব রাভন। তিনি বলেন, ‘ম্যাচের পৃষ্ঠপোষক যারা, তারাই পুরস্কার নির্ধারণ করেন। আলু দেওয়ার বিষয়টি ছিল নিছক মজা, কিন্তু সেটাই এখন বিশ্বজুড়ে ভাইরাল।’

এই অদ্ভুত পুরস্কারের তালিকা অবশ্য নতুন নয়। কিছুদিন আগে নরওয়ের ঘরোয়া লিগে ব্রাইন এফকের লাসে কভিগস্ট্যাড পেয়েছিলেন ১০০টি ডিম, ৪০ প্যাকেট ওটস আর ২০ লিটার দুধ। 

আর বাংলাদেশের ভক্তদের স্মৃতিতে এখনও টাটকা ২০১৩ সালের সেই ঘটনা—ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ম্যাচসেরা হয়ে ইংলিশ অলরাউন্ডার লুক রাইট পেয়েছিলেন ব্লেন্ডার মেশিন। টুইটও করেছিলেন তিনি, যা সামাজিক মাধ্যমে ঝড় তোলে।

সেই তুলনায় মাক্সিম সুলাসের ৫৫ কেজি আলু আর ঠেলাগাড়ি যেন এক নতুন অধ্যায়ই খুলে দিল ব্যতিক্রমী পুরস্কারের দুনিয়ায়। এখন দেখার বিষয়, পরের ম্যাচসেরা কে হন, আর তার জন্য বরাদ্দ থাকে না আবার কুমড়ো বা বাঁশের ঝুড়ি!

তথ্যসূত্র: ইন্টারনেট, এএফপি, ডেনমার্কীয় গণমাধ্যম।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!