সান্তোসের জার্সিতে মাঠে ফিরেই বাজিমাত করেছেন নেইমার, আর তার সঙ্গে আলোচনায় এসেছে তার নতুন চুলের স্টাইল। প্রায় দুই বছর পর জোড়া গোলের দেখা পেলেন এই ব্রাজিলিয়ান তারকা।
তার এই ফর্মে ফেরার পেছনে কি নতুন হেয়ার স্টাইলের কোনো ভূমিকা আছে? সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মজা করে বলছেন, নীল বিনুনিই ভাগ্য ফিরিয়েছে নেইমারের।
বরাবরের মতোই নেইমার তার চুলের স্টাইল নিয়ে চমক দেখিয়েছেন। গতকাল মঙ্গলবার সান্তোসের হয়ে মাঠে নামেন ‘বক্স ব্রেডস’ চুলের স্টাইল নিয়ে, যা ছিল নীল রঙের পুতি দিয়ে বাঁধা।
একই দিনে তিনি খেলেন সান্তোসের নীল জার্সিতে। এই নীল রঙের ছোঁয়াই যেন তার খেলায় এনে দিয়েছে নতুন ছন্দ।
ব্রাজিলিয়ান লিগের ম্যাচটিতে ৩-১ গোলে জুভেন্তাদেকে হারিয়েছে নেইমারের দল। ম্যাচের ৩৭ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। এরপর দ্বিতীয় গোলটি করেন আলভারো বারেয়াল।
জুভেন্তাদে প্রথমার্ধের শেষদিকে একটি গোল শোধ করলেও, দ্বিতীয়ার্ধে আর কোনো গোল করতে পারেনি। খেলার ৮০ মিনিটে পেনাল্টি থেকে আবারও গোল করে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক নেইমার।
ক্যারিয়ারজুড়েই নেইমার তার চুলের স্টাইল নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। কখনো রঙিন, কখনো বিচিত্র সব হেয়ার স্টাইলে তিনি সবসময়ই নজর কেড়েছেন।
আপনার মতামত লিখুন :