ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

ইয়ামাল-লেভারের জরিমানা, বার্সা কোচ ফ্লিক নিষিদ্ধ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ১২:৩৮ পিএম
লামিন ইয়ামাল, রবার্ট লেভান্ডোভস্কি এবং হানসি ফ্লিক। ছবি- সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের কাছে পরাজয়ের পর বার্সেলোনার জন্য দুঃসংবাদ যেন থামছেই না। এবার অ্যান্টি-ডোপিং বিধিমালা লঙ্ঘনের দায়ে শাস্তির মুখে পড়েছেন বার্সেলোনার দুই তারকা ফুটবলার লামিন ইয়ামাল এবং রবার্ট লেভান্ডোভস্কি। 

ইউরোপিয়ান ফুটবল সংস্থা (উয়েফা) তাদের প্রত্যেককে ৫,০০০ ইউরো করে জরিমানা করেছে।

উয়েফা জানিয়েছে, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের বিপক্ষে হারের পর এই দুই খেলোয়াড় ডোপিং নিয়ন্ত্রণ কর্মকর্তার নির্দেশ অনুসরণ করেননি। 

তারা ডোপিং নিয়ন্ত্রণ স্টেশনে নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হন, যা অ্যান্টি-ডোপিং বিধিমালার ২১.৮ এবং ২১.১০(এ) ধারার স্পষ্ট লঙ্ঘন। এই কারণেই তাদের উপর এই আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে।

শুধু খেলোয়াড়রাই নন, শাস্তির মুখে পড়েছেন কোচিং স্টাফরাও। বার্সেলোনার কোচ হানসি ফ্লিককে ২০,০০০ ইউরো জরিমানা করা হয়েছে। 

একই সাথে তাকে পরবর্তী ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় একটি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফ্লিকের সহকারী মার্কাস সর্গও একই শাস্তি পেয়েছেন, যার ফলে আগামী ইউরোপিয়ান ম্যাচে তারা দুজনেই বেঞ্চে বসতে পারবেন না।

এর পাশাপাশি, ম্যাচ চলাকালীন দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণের জন্যও বার্সেলোনা ক্লাবকে জরিমানা করেছে উয়েফা। 

দর্শকরা মাঠে আতশবাজি জ্বালানো এবং পিচের দিকে বস্তু ছোড়ার কারণে ক্লাবকে মোট ৭,৭৫০ ইউরো জরিমানা দিতে হবে।