২০২৬ ফিফা বিশ্বকাপের (মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র) আর মাত্র ১০ মাস বাকি থাকলেও মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামের (Estadio Azteca) সংস্কারকাজ এখনো পুরোদমে চলছে। তবে এই সংস্কারকাজের অগ্রগতি নিয়ে মেক্সিকান ফুটবল সমর্থক এবং দেশটির ফুটবল কর্তৃপক্ষসহ আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে।
সম্প্রতি স্টেডিয়ামের নতুন এক প্রিভিউ ছবি প্রকাশ করেছে সংস্কারকাজের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান গ্রুপো ওল্লামানি (Grupo Ollamani)। কিন্তু প্রকাশিত ছবিগুলো দেখে সমর্থকদের অভিযোগ কাজের গতি অনেকটাই পিছিয়ে আছে। বিশেষ করে যখন ক্লাব আমেরিকা আগামী কয়েক মাসের মধ্যে নিজেদের হোম গ্রাউন্ডে ফিরতে চায়।
সংস্কারের বর্তমান অবস্থা
নতুন ছবিতে দেখা গেছে, স্টেডিয়ামের গ্যালারিতে এখনো আসন বসানো হয়নি এবং চারপাশে সংস্কারকাজ চলছে। খেলার মাঠের ঘাসের জায়গাতেও কোনো পরিবর্তন আসেনি, ফলে চূড়ান্ত রূপ কেমন হবে তা এখনো স্পষ্ট নয়।
এই পরিস্থিতি দেখে অনেকেই মনে করছেন, সময়মতো সংস্কারকাজ শেষ করতে না পারলে বিশ্বকাপের আগে স্টেডিয়াম প্রস্তুত করা নিয়ে চ্যালেঞ্জ দেখা দিতে পারে।
নতুন রূপে ‘এস্তাদিও বানরতে অ্যাজটেকা’
সংস্কারকাজ শেষ হলে স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে রাখা হবে এস্তাদিও বানরতে অ্যাজটেকা (Estadio Banorte Azteca)।
নতুন সাজে স্টেডিয়ামে যুক্ত হবে: আধুনিক ঘাসের পিচ, দর্শকদের জন্য উন্নত অভিজ্ঞতা, ২,২০০ বর্গমিটারের বেশি এলইডি স্ক্রিন, প্রতিবন্ধী দর্শকদের জন্য বিশেষ প্রবেশ ও বসার ব্যবস্থা, বিনামূল্যে উচ্চগতির ওয়াই-ফাই।
আধুনিক লিফট, টয়লেট ও অডিও সিস্টেম, ৭,১২০ বর্গমিটারের আতিথেয়তা এলাকা, আধুনিক ফ্যাসাদ (বাহ্যিক অবয়ব) তবে ঐতিহ্য অক্ষুণ্ণ থাকবে।
ক্লাব আমেরিকার প্রত্যাবর্তন ও সম্ভাব্য উদ্বোধনী ম্যাচ
পরিকল্পনা অনুযায়ী, ক্লাব আমেরিকা ও ক্লাব আমেরিকা ফেমেনিল (নারী দল) ২০২৬ সালের লিগা এমএক্স ক্লাউসুরা মৌসুম থেকেই নিজেদের মাঠে ফিরতে পারবে।
তবে নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। প্রয়োজনে তারা প্রথম দিকে এস্তাদিও আজুলক্রেমা ব্যবহার করতে পারে।
এদিকে সংস্কার শেষে অ্যাজটেকা স্টেডিয়ামের প্রথম ম্যাচ আয়োজনের দায়িত্ব থাকবে মেক্সিকো জাতীয় ফুটবল দলের হাতে। মার্চ ২০২৬-এ একটি বড় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে উদ্বোধন হওয়ার সম্ভাবনা থাকলেও এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
অ্যাজটেকা স্টেডিয়াম শুধু মেক্সিকোর নয়, বিশ্ব ফুটবলেরও এক ঐতিহাসিক ভেন্যু। ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের গৌরব রয়েছে এ স্টেডিয়ামের।
তাই ২০২৬ বিশ্বকাপের আগে এটিকে নতুন রূপে সাজাতে উদগ্রীব মেক্সিকো ফুটবল কর্তৃপক্ষ।