বসুন্ধরা কিংসের হয়ে আজ অভিষেক হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কিউবা মিচেলের। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে সিরিয়ার শক্তিশালী ক্লাব আল কারামাহর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের চ্যাম্পিয়নরা।
রাত ১১টায় দোহায় অনুষ্ঠিত এই ম্যাচটি হতে যাচ্ছে ১৯ বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডারের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
গত মাসে ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দল থেকে কিউবাকে দলে নিয়ে চমক দেখিয়েছিল বসুন্ধরা কিংস। তরুণ এই প্রতিভাকে দলে ভেড়ানোর পর থেকেই ফুটবলপ্রেমীদের মাঝে ছিল ব্যাপক আগ্রহ।
গত ১০ আগস্ট তিনি দোহায় দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলনেও অংশ নিয়েছেন।
চ্যালেঞ্জ লিগের এই গুরুত্বপূর্ণ ম্যাচের পর কিউবা বাংলাদেশে ফিরবেন এবং বসুন্ধরা কিংসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলবেন।
কিংসের জার্সিতে তার পারফরম্যান্স শুধু ক্লাব ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তার দিকে নজর রাখছেন জাতীয় দলের নির্বাচকরাও।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন