ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

মেসিহীন সেপ্টেম্বরের চ্যালেঞ্জে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০২:২৫ পিএম
ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের শেষ দুই রাউন্ডের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে দলের অধিনায়ক ও তারকা খেলোয়াড় লিওনেল মেসির অংশগ্রহণ। 

আগামী সেপ্টেম্বরের শুরুতে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে শেষ ডাবল রাউন্ডের ম্যাচে মেসিকে ছাড়া মাঠে নামতে হতে পারে কোচ লিওনেল স্কালোনির দলকে।

যদিও আর্জেন্টিনা ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে, এই ম্যাচগুলো দলের নতুন কৌশল ও খেলোয়াড়দের পরীক্ষামূলক ব্যবহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

মেসির অনুপস্থিতিতে ভরসা থিয়াগো আলমাদা

গত এক বছরে মেসিকে ছাড়া আর্জেন্টিনা বেশ কিছু ম্যাচ খেলেছে এবং সেখানে থিয়াগো আলমাদা নিজেকে দলের মূল প্লেমেকার হিসেবে প্রমাণ করেছেন। সাবেক ভেলেজ এবং বর্তমান ফরাসি ক্লাব লিওঁর এই মিডফিল্ডার দুর্দান্ত ফর্মে আছেন। 

উরুগুয়ের বিপক্ষে তার দূরপাল্লার গোলে ১-০ ব্যবধানে জয় পায় দল, ব্রাজিলের বিপক্ষে ৪-১ ঐতিহাসিক জয়েও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং চিলির বিপক্ষে একমাত্র গোলটি আসে তার সহায়তায়। 

অন্যদিকে, একসময় মেসির সম্ভাব্য বিকল্প হিসেবে ধরা হলেও, নিয়মিত চোটের কারণে পাউলো দিবালা অনেকটাই দল থেকে দূরে সরে গেছেন। ক্লাব পর্যায়ে ভালো খেললেও, জাতীয় দলে ডাক না পাওয়ায় তার সুযোগ এখন সীমিত।

স্কালোনির কৌশলগত পরিকল্পনা

মেসি না থাকলে স্কালোনি বিভিন্ন কৌশল পরীক্ষা করছেন। চিলি ও উরুগুয়ের বিপক্ষে তিনি উইংয়ে জুলিয়ানো সিমিওনেকে এনে দলের গতি বাড়িয়েছেন।

আবার ব্রাজিলের বিপক্ষে রদ্রিগো দি পল, এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং লিয়ান্দ্রো পারেদেসকে নিয়ে মিডফিল্ড শক্তিশালী করেছেন।