ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে আজ থেকে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিন্তু এই ক্যাম্পে থাকছেন না কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম।
তার ক্লাব কাভারলির সঙ্গে আন্তর্জাতিক সূচি মিলে যাওয়ায় সেপ্টেম্বরে তাকে দলে পাচ্ছে না বাফুফে। অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীকে পেতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
জানা গেছে, সেপ্টেম্বরে সামিত সোমের ক্লাব কাভারলির কানাডিয়ান লিগে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ৬ এবং ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই ম্যাচ দুটি। অন্যদিকে, বাংলাদেশ একই সময়ে ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে খেলবে।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ফিফা উইন্ডোতে ক্লাবগুলো জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে বাধ্য হলেও বাফুফে এই মুহূর্তে কোনো জটিলতায় যেতে চাইছে না। তাই সেপ্টেম্বরের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়নি সামিতকে।
তবে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের কথা মাথায় রেখে বাফুফে হামজা চৌধুরীকে দলে পেতে মরিয়া।
এদিকে, সেপ্টেম্বর উইন্ডোতে প্রীতি ম্যাচে হামজা চৌধুরিও না আসতে পারেন এমন গুঞ্জন ছিল। তবে আজ টিম হোটেলে ম্যানেজার বলেন, কোচের ২৪ জনের প্রাথমিক তালিকায় হামজা রয়েছেন।
[66249
তাকে যেন জাতীয় দলের জন্য ছাড়া হয়, সেই অনুরোধ জানিয়ে লেস্টার সিটিকে চিঠিও দেওয়া হয়েছে। বাফুফে এখন লেস্টার সিটির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
যদিও হামজার সেপ্টেম্বরে আসা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল, তবে ম্যানেজার আমের খানের কথায় আশার আলো দেখা যাচ্ছে।
সেপ্টেম্বরের এই প্রীতি ম্যাচগুলো যদি হামজা খেলতে পারেন, তাহলে তার পক্ষে দলের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে বোঝাপড়া তৈরি করা সহজ হবে। এ কারণে হামজাকে দলে পেতে সর্বোচ্চ চেষ্টা করছে বাফুফে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন