ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

সাবিনাদের দেড় কোটি টাকা এখনো দেয়নি বাফুফে

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০১:০৫ পিএম
২০২৪ সালে টানা দ্বিতীয়বার সাফ শিরোপা জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি- সংগৃহীত

সাফজয়ী নারী ফুটবল দলের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ঘোষিত দেড় কোটি টাকার প্রাইজমানি এখনো অধরাই রয়ে গেছে। প্রায় এক বছর হতে চললেও সাবিনা খাতুন, আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমাসহ দলের কোনো সদস্যই এই অর্থ হাতে পাননি।

অথচ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর মতো অন্য সংস্থাগুলো তাদের ঘোষিত পুরস্কারের অর্থ আগেই বুঝিয়ে দিয়েছে।

যাদের সবার আগে এই পুরস্কার দেওয়া উচিত ছিল, সেই বাফুফেই এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।

মাত্র ১৫ বছর আগে আন্তর্জাতিক ফুটবলে যাত্রা শুরু করা বাংলাদেশের মেয়েরা এখন দক্ষিণ এশিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এশিয়ার সর্বোচ্চ স্তরে খেলার স্বপ্ন দেখছে।

সম্প্রতি তারা বিশ্বকাপ ও অলিম্পিক খেলার সম্ভাবনা তৈরি করেছে। এমন সাফল্যের পর যখন তাদের প্রাপ্য সম্মান ও আর্থিক স্বীকৃতি দেওয়ার কথা, তখন বাফুফের এমন নিষ্ক্রিয়তা দলের খেলোয়াড়দের মধ্যে হতাশার সৃষ্টি করেছে।

বিজয় অর্জনের পরপরই আনন্দ-উল্লাসের মধ্যে বাফুফে এই বিশাল অঙ্কের পুরস্কার ঘোষণা করেছিল। কিন্তু এরপরই তারা যেন নীরব হয়ে গেছে।

এদিকে বাফুফের পক্ষ থেকে কবে নাগাদ এই অর্থ দেওয়া হবে, সে বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য বা তারিখও জানানো হয়নি।