ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

রোনালদোর বাগদানের হীরার আংটির মূল্য ৩৫৫ কোটি টাকা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৪:৩৭ পিএম
ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেস। ছবি- সংগৃহীত

বিশ্ব ফুটবলের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেসের বাগদান নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে আলোচনা।

তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জর্জিনার অনামিকায় পরা বিশাল আকারের হীরার আংটি। এই আংটির মূল্য নিয়ে চলছে নানা জল্পনা।

জর্জিনা রদ্রিগেস তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যাঁ, আমি করব। এই জীবনে এবং সব জীবনেও।’ এই একটি পোস্টই যেন ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে।

ছবিতে রোনালদোর হাত ধরে তার অনামিকায় জ্বলজ্বলে একটি আংটি দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, এই আংটিটি একটি অসাধারণ ৪০-৪৫ ক্যারেটের ওভাল আকৃতির হীরা দিয়ে তৈরি, যার পাশে রয়েছে ছোট ছোট ত্রিভুজ আকৃতির হীরা।

প্ল্যাটিনামের ওপর বসানো এই আংটির প্রাথমিক বাজারমূল্য ৬ থেকে ১২ মিলিয়ন ইউরো হতে পারে। তবে যদি হীরার মান (ক্ল্যারিটি এবং কাট) সর্বোচ্চ মানের হয়, তাহলে এর দাম ২৫ মিলিয়ন ইউরো পর্যন্ত হতে পারে।

২৫ মিলিয়ন ইউরোকে যদি বাংলাদেশি টাকায় রূপান্তর করা হয়, তাহলে এর মূল্য দাঁড়ায় ৩৫৫ কোটি টাকারও বেশি। বর্তমানে ১ ইউরো প্রায় ১৪২.১৬ টাকার সমান।

রোনালদো তার ক্যারিয়ারে অনেক রেকর্ড গড়েছেন, কিন্তু এবার তিনি ভালোবাসার এক নতুন রেকর্ড গড়লেন।

সূত্র: মার্কা