তারকা খেলোয়াড় কোল পালমারকে ছাড়াই ধীরে ধীরে ছন্দ খুঁজে পাচ্ছে চেলসি। শনিবার লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামকে ৫-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে তারা।
ম্যাচের শুরুটা অবশ্য স্বাগতিক ওয়েস্ট হ্যামের দখলে ছিল। ষষ্ঠ মিনিটেই ব্রাজিলিয়ান লুকাস পাকেতার দুর্দান্ত দূরপাল্লার শটে এগিয়ে যায় দলটি।
তবে সেই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। মাত্র নয় মিনিট পর মার্ক কুকুরেলার কর্নার থেকে হেডে গোল করেন জোয়াও পেদ্রো চেলসি জার্সিতে যা তার প্রথম প্রিমিয়ার লিগ গোল।
এরপর ম্যাচের মোড় ঘুরে যায়। ২৩ মিনিটে পাকেতার কাছ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণ সাজান ট্রেভোহ চালোবাহ। তার ক্রস থেকে ফাঁকা জায়গায় দাঁড়ানো পেদ্রো নেতো ভলিতে গোল করে দলকে এগিয়ে দেন।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আরও একটি গোল পায় চেলসি। মাত্র ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান নবাগত এস্তেভাওয়ের দুর্দান্ত দৌড়ের পর বাড়ানো পাস থেকে এনজো ফার্নান্দেজ খালি জালে বল ঠেলে দেন।
দ্বিতীয়ার্ধে ওয়েস্ট হ্যামের নতুন গোলরক্ষক মাডস হারমানসেনের একের পর এক ভুলের সুযোগ নেয় ব্লুজরা। ৫৪ মিনিটে তার ভুলে কর্নার থেকে পাওয়া বল জালে জড়ান মোইসেস কাইসেদো। কিছুক্ষণ পর আরেকটি কর্নার থেকে হেডে গোল করেন চালোবাহ, ফলে ব্যবধান দাঁড়ায় ৫-১ এ।
শেষ দিকে ওয়েস্ট হ্যামের গ্যালারিতে ক্ষুব্ধ সমর্থকদের মাঠে নেমে প্রতিবাদ করতে দেখা যায়। টানা দুই ম্যাচে হারতে হলো গ্রাহাম পটারের দলকে, নেমে গেছে টেবিলের তলানিতে।
অন্যদিকে টড বোয়েলির যুগে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শীর্ষে উঠল চেলসি। যদিও সেটা সাময়িক মাত্র কয়েক ঘণ্টার জন্য। তবে ২০২১ সালের পর শীর্ষে ফেরা ব্লুজদের জন্য এই রাত নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হয়ে থাকল।