ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০২:২৭ পিএম
বাংলাদেশ ও নেপাল ফুটবল দল। ছবি- সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ নিজেদের চতুর্থ ম্যাচে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি।

এই ম্যাচে জয় পেলে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও দৃঢ় করে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে পারবে বাংলাদেশের মেয়েরা।

এর আগে টুর্নামেন্টের প্রথম পর্বে নেপালকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামবে লাল-সবুজের দল। অন্যদিকে, প্রতিশোধের লক্ষ্য নিয়ে খেলতে নামবে নেপাল।

এবার সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে মাত্র চারটি দল। ডাবল লিগ পদ্ধতিতে প্রত্যেক দল একে অপরের সঙ্গে দুবার করে খেলবে।

প্রথম লেগের তিনটি করে ম্যাচ শেষে ভারত ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। তারা নেপাল, বাংলাদেশ এবং ভুটান - এই তিন দলকেই হারিয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। বাংলাদেশের মেয়েরা ভুটানকে ৩-১ গোলে এবং নেপালকে ৩-০ গোলে হারালেও ভারতের কাছে ২-০ গোলে হেরেছে।

টুর্নামেন্টের শিরোপা জয়ের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে এখন পর্যন্ত ভারত ও বাংলাদেশকেই দেখা যাচ্ছে।

দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য

প্রথম লেগের একমাত্র হারটি বাংলাদেশের শিরোপা জয়ের পথকে কিছুটা কঠিন করে তুলেছে। সহকারী কোচ আবুল হোসাইন জানিয়েছেন, দ্বিতীয় লেগে সব কটি ম্যাচ জিতে শিরোপা জয়ের দিকে এগিয়ে যেতে চায় বাংলাদেশ।

তিনি বলেন, 'প্রথম লেগে আমরা আশানুরূপ খেলতে পারিনি। আমাদের লক্ষ্য দ্বিতীয় লেগের সবকটি ম্যাচ জিতে শিরোপা অর্জনের দিকে এগিয়ে যাওয়া। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।'

সাফ অনূর্ধ্ব-১৭ এর ২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড

ইয়ারজান বেগম, মেঘলা রানী, মমিতা খাতুন, শিউলি রায়, তানিয়া আক্তার, অর্পিতা বিশ্বাস (অধিনায়ক), ফাতেমা আক্তার, উম্মে কুলসুম, আরিফা আক্তার, মোসাম্মত আলমিনা, রেশমি আক্তার, থুইনুয়া মারমা, সুরভী আকন্দ, ক্রানুচিং মারমা, রিয়া, আলফি আক্তার, প্রতিমা রানী, জবা রানী, সুরভী রানী, মামনি চাকমা, ঈশিতা ত্রিপুরা, পূর্ণিমা মারমা ও আমেনা খাতুন।