ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ঘরের ছেলেকে ঘরে ডেকে নিলেন কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৭:২৮ পিএম
আলেকজান্ডার ইসাক। ছবি- সংগৃহীত

নিউক্যাসল ইউনাইটেডের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইপর্বের জন্য সুইডেনের জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যদিও ক্লাব ফুটবলে তার ভবিষ্যৎ অনিশ্চিত। সুইডিশ কোচ জন ডাহল টমাসন তাকে স্লোভেনিয়া ও কসোভোর বিপক্ষে ম্যাচের জন্য দলে রেখেছেন।

চলতি গ্রীষ্মে লিভারপুলে যোগ দেওয়ার গুঞ্জন চলতেছিল ইসাককে ঘিরে। শোনা যাচ্ছে, লিভারপুল তাকে দলে ভেড়াতে ১২০ মিলিয়ন পাউন্ডের একটি বড় অঙ্কের প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করে নিউক্যাসল।

এরপর থেকেই ইসাক মূল দলের অনুশীলনে অনুপস্থিত এবং কোচ এডি হাওয়ের কোনো ম্যাচডে স্কোয়াডেও তাকে দেখা যায়নি।

এমন পরিস্থিতিতেও সুইডেনের কোচ জন ডাহল টমাসন ইসাকের ওপর আস্থা রেখেছেন। নিয়মিত খেলার বাইরে থাকা সত্ত্বেও জাতীয় দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন এই তরুণ স্ট্রাইকার।