ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫

যে কারণে নেপালের বিপক্ষে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৮:৫৬ পিএম
হামজা দেওয়ান চৌধুরী। ছবি- সংগৃহীত

নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচে বাংলাদেশের দলে থাকছেন না হামজা চৌধুরী। লেস্টার সিটির এই মিডফিল্ডারকে পাওয়ার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তা সফল হয়নি।

চোট এবং ক্লাবের খেলার সূচি—এই দুটি কারণে হামজা সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে আসছেন না বলে বাফুফেকে জানিয়েছেন তার এজেন্ট।

যদিও ফিফার নিয়ম অনুযায়ী, ক্লাবগুলো আন্তর্জাতিক ম্যাচের ৪৮ ঘণ্টা আগে খেলোয়াড়দের জাতীয় দলের জন্য ছাড়তে বাধ্য, তবুও লেস্টার সিটির সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য বাফুফে কিছুটা নমনীয় ছিল।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান মঙ্গলবার সাংবাদিকদের এই খবর নিশ্চিত করেছেন।

গত শুক্রবার ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির বিপক্ষে লেস্টারের ২-০ গোলে জেতা ম্যাচে পায়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন হামজা। এ ছাড়া আগামী ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির আরেকটি ম্যাচ রয়েছে।

এসব বিষয় বিবেচনায় নিয়েই হামজা আপাতত জাতীয় দলে যোগ দিচ্ছেন না।

আগামীকাল বুধবার বাংলাদেশের ফুটবল দল নেপালের উদ্দেশে রওনা হবে। সেখানে তারা ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নেবে।