ঢাকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫

টটেনহ্যাম হটস্পারের চেয়ারম্যান পদ ছাড়লেন ড্যানিয়েল লেভি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৪:৪০ এএম
ড্যানিয়েল লেভি। ছবি- সংগৃহীত

প্রায় সাড়ে দুই দশকের শাসন শেষ করে টটেনহ্যাম হটস্পারের নির্বাহী চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন ড্যানিয়েল লেভি। ২০০০ সালের ডিসেম্বরে এনআইসি (ENIC) গ্রুপের মাধ্যমে অ্যালান সুগারের কাছ থেকে ক্লাবের শেয়ার কেনার পরপরই তিনি বোর্ডে যোগ দেন এবং দীর্ঘদিন ধরে স্পার্স পরিচালনায় ছিলেন প্রভাবশালী মুখ।

লেভির নেতৃত্বে উত্তর লন্ডনের ক্লাবটি বদলে যায় নাটকীয়ভাবে। ৬২ হাজার আসনবিশিষ্ট আধুনিক স্টেডিয়ামে স্থানান্তর, নিয়মিত ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং ২০১৯ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠার মতো সাফল্য এসেছে তার আমলে। যদিও ফাইনালে তারা লিভারপুলের কাছে হেরে যায়।

তার শাসনামলে স্পার্স দুটি বড় শিরোপা জেতে—২০০৮ সালের লিগ কাপ এবং চলতি বছরের ইউরোপা লিগ। তবে এর মধ্যেই সমালোচনা ও বিতর্ক কম ছিল না।

খেলোয়াড়দের বেতন কাঠামো, ঘন ঘন কোচ পরিবর্তন এবং প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর তুলনায় উচ্চাভিলাষের অভাব নিয়ে সমর্থকদের তীব্র ক্ষোভ বহুবার প্রতিবাদে রূপ নিয়েছে।

লেভির অধীনে মোট ১৪ জন প্রধান কোচ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ টমাস ফ্রাঙ্ক জুন মাসে দায়িত্ব নেন অ্যান্জ পোস্টেকোগলুর জায়গায়, যিনি ইউরোপা লিগ জেতার মাত্র দুই সপ্তাহ পরই ছাঁটাই হন।

নিজের পদত্যাগের ঘোষণায় লেভি বলেন, আমাদের অর্জন নিয়ে আমি অত্যন্ত গর্বিত। আমরা এই ক্লাবকে বিশ্বমঞ্চে প্রতিদ্বন্দ্বী একটি শক্তিশালী প্রতিষ্ঠানে রূপ দিয়েছি।

সবচেয়ে বড় কথা, আমরা একটি সম্প্রদায় গড়ে তুলেছি। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যদিও পথচলা সবসময় সহজ ছিল না, কিন্তু উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

লেভির বিদায়ের পর পিটার চারিংটনকে নতুন অ-নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে স্পার্স। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ক্লাবের সাম্প্রতিক অস্থিরতা কাটিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনার।

গত কয়েক মাসে ফুটবল প্রধান কর্মকর্তা স্কট মান ও দীর্ঘদিনের বোর্ড সদস্য ডোনা-মারিয়া কালেনও দায়িত্ব ছাড়েন।