ইনজুরি, সমালোচনা আর সান্তোসে প্রত্যাবর্তনের চ্যালেঞ্জের মধ্যেই হঠাৎ আলোচনায় উঠে এলেন নেইমার। ব্রাজিলের পোর্তো আলেগ্রের এক ব্যবসায়ী তাকে নিজের একমাত্র উত্তরাধিকারী ঘোষণা করেছেন।
বিষয়টি অবিশ্বাস্য হলেও ইতিমধ্যে দেশজুড়ে তুমুল কৌতূহল তৈরি করেছে।
ব্রাজিলীয় সংবাদমাধ্যম জিএজেডএইচ এবং ইনফোবায়ের খবরে জানা যায়, নোটারি দলিলের মাধ্যমে ওই ব্যবসায়ী ঘোষণা দিয়েছেন যে, তার সব সম্পদ নেইমারের নামে রেখে যাচ্ছেন।
যদিও কত টাকার সম্পত্তি তিনি রেখে গেছেন তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে এতে বাড়ি-জমি, বিভিন্ন বিনিয়োগ এবং আন্তর্জাতিক কোম্পানির শেয়ার রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, ওই ব্যবসায়ীর মোট সম্পদের পরিমাণ ৮৪৬ মিলিয়ন পাউন্ড। সে হিসেবে ৮৪৬ মিলিয়ন পাউন্ড বাংলাদেশি টাকায় ১৩,৮৭৩ কোটি টাকা (প্রায় ১৪ হাজার কোটি টাকা)।
নেইমারের ঘনিষ্ঠজনরা এ খবরের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তারা বলছেন, এখনো পর্যন্ত কোনো সরকারি নথি বা প্রমাণ নেই। তবে খবরটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
৩১ বছর বয়সি ওই ব্যবসায়ী সাক্ষাৎকারে জানিয়েছেন, নেইমারের সঙ্গে তিনি এক ধরনের আত্মিক সম্পর্ক অনুভব করেন। তিনি বলেন, আমি নেইমারকে পছন্দ করি, তার সঙ্গে নিজেকে মিলিয়ে দেখি। সমালোচনা আর বারবার ইনজুরির অভিজ্ঞতা আমাকেও স্পর্শ করে।
এ ছাড়া তিনি নেইমারের চরিত্রেরও প্রশংসা করেছেন, ‘নেইমার স্বার্থপর নন, যা আজকের সময়ে বিরল।’
তিনি আরও জানান, নেইমার ও তার বাবা ‘নেইমার পাই’-এর সম্পর্ক তাকে তার প্রয়াত বাবার কথা মনে করিয়ে দেয়।
৩৩ বছর বয়সি নেইমার বর্তমানে সান্তোসে ফেরার পর ইনজুরি থেকে সেরে ওঠার লড়াই চালাচ্ছেন। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সর্বশেষ দলে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে তিনি জায়গা পাননি।