স্পেন এবং বার্সেলোনার উদীয়মান ফুটবল তারকা লামিনে ইয়ামাল, মাত্র ১৮ বছর বয়সেও ফুটবল বিশ্বে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তবে তার এই সাফল্যের পেছনের গল্পে রয়েছে তার মায়ের অসীম ভালোবাসা ও ত্যাগ।
সম্প্রতি এক আবেগঘন সাক্ষাৎকারে ইয়ামাল নিজের মায়ের প্রতি ভালোবাসার কথা অকপটে বলেছেন। তার কাছে তার মা কোনো রানির চেয়ে কম নন।
দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা ইয়ামাল বলেন, তার মা তাকে ফুটবলার বানানোর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। এখন যখন তিনি তারকা ফুটবলার হয়েছেন, তখন মায়ের স্বপ্ন পূরণে কোনো ত্রুটি রাখছেন না।
ইয়ামাল বলেন, ‘আমার কাছে মা-ই রানি। আমি তাকে তার পছন্দের একটি বাড়ি কিনে দিয়েছি। তিনি সবকিছুর যোগ্য।
মরক্কো বংশোদ্ভূত বাবা এবং গিনি বংশোদ্ভূত মায়ের সন্তান ইয়ামালের শৈশব কেটেছে আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে। তার বাবা ও মায়ের পরিচয় হয়েছিল স্পেনের কাতালুনিয়ার মাতারো শহরে।
ইয়ামালের মা দিনের বেশিরভাগ সময় কাজে ব্যস্ত থাকতেন, কিন্তু ছেলের জন্য রাতে খাবার তৈরি করে রাখতেন। ইয়ামাল বলেন, আমি স্কুল থেকে এসে ট্রেনিং করতাম, আর রাতে মা যখন ফিরতেন, তখন আমাদের দেখা হতো।
বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে ইয়ামালের কৈশোরের দিনগুলো কেটেছে। সেই সময়ে তার মা তাকে একটি প্লে স্টেশন-৪ কিনে দিয়েছিলেন, যা তার কাছে ছিল পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস।
ইয়ামাল জানান, এখন তার কাছে প্লে স্টেশন-৫ থাকলেও, সেই পুরোনো প্লে স্টেশন-৪ আজও তার লিভিংরুমে যত্নে রাখা আছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন