ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

বেশিরভাগের শরীর ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৫:৩২ পিএম
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বিধ্বস্তের পর আগুন লেগে যায়। ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। দগ্ধদের মধ্যে উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১২০ জন। তাদের অধিকাংশেরই শরীরের ৬০-৭০ শতাংশ অংশই পুড়ে গেছে।

সোমবার (২১ জুলাই) এ তথ্য জানিয়েছেন উত্তরা আধুনিক হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক আকাশ।

তিনি বলেন, এখানে অগ্নিদগ্ধ ১২০ জন চিকিৎসা নিয়েছেন। বেশিরভাগেরই শরীর ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে। বেশিরভাগেরই বয়স ১৪ থেকে ২০ বছর। এই হাসপাতালে দুইজন মারা গেছে। তার মধ্যে একজনের বয়স ১৫ বছর, আরেকজনের ২০ বছর। নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

অন্যদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেছেন, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন, আর আহতের সংখ্যা অর্ধশতাধিক। উদ্ধার কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিট ও ৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে।

 

অন্তর্বতী সরকারের প্র

ধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সাইদুর রহমান জানান, ৪৮ জনের মতো রোগী জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। এছাড়া দুর্ঘটনায় আহত ও দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সরকার কাজ করছে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, বিমানটি বিধ্বস্ত হয়ে পাইলট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পাইলট তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে বিকেল ৩টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। পরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের ১২ মিনিটের মধ্য বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ হয়ে বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় আশপাশে হতাহত অনেকের দেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। অনেককে আশপাশের হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে।