৯ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়েছেন সাবেক টেনিস তারকা আনা ইভানোভিচ ও জার্মান ফুটবল কিংবদন্তি বাস্তিয়ান শোয়াইনস্টাইগার।
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইভানোভিচের প্রতিনিধি ক্রিশ্চিয়ান শার্টৎস আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন।
শার্টৎস জানান, অমীমাংসিত মতপার্থক্যই এই তারকা জুটির মধ্যে দূরত্ব তৈরি করেছে, যা শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়িয়েছে।
২০১৪ সাল থেকে সম্পর্কে জড়িয়েছিলেন ইভানোভিচ ও শোয়াইনস্টাইগার। এরপর ২০১৬ সালে ইতালির ভেনিসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। এই তারকা দম্পতির তিন সন্তান রয়েছে।

বিয়ের প্রথম দিকে সবকিছু ঠিকঠাক চললেও, সাম্প্রতিক বছরগুলোতে তাদের সম্পর্কে ভিন্নতা আসে। ইভানোভিচ বেশিরভাগ সময় সন্তানদের নিয়ে নিজের দেশ সার্বিয়ায় কাটাতেন, অন্যদিকে শোয়াইনস্টাইগার পেশাগত কারণে প্রায়ই বিদেশে অবস্থান করতেন।
ফুটবল বিশ্লেষক হিসেবে টেলিভিশনে কাজ করার সুবাদে বিভিন্ন দেশে ভ্রমণ তার নিত্যদিনের রুটিনের অংশ ছিল।
বিশেষজ্ঞদের মতে, এই ভিন্ন জীবনধারাই শেষ পর্যন্ত দুজনের মধ্যে দূরত্ব তৈরি করেছে। চলতি বছরের এপ্রিলেই ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল স্পোর্টস জানায়, এই তারকা দম্পতির সম্পর্ক গভীর সংকটে রয়েছে।
সেই সময় থেকেই তাদের বিচ্ছেদের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল।

এদিকে, জার্মান সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বাস্তিয়ান শোয়াইনস্টাইগারকে সম্প্রতি তার নতুন প্রেমিকা, বুলগেরিয়ান নারী সিলভার সঙ্গে দেখা গেছে।
জানা গেছে, তারা একসঙ্গে স্পেনের মায়োর্কা ও মরক্কোতে ছুটি কাটিয়েছেন।
তবে বিচ্ছেদ নিয়ে ইভানোভিচ বা শোয়াইনস্টাইগার কেউই এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। ইভানোভিচের আইনজীবী ভক্তদের প্রতি অনুরোধ জানিয়েছেন, এই কঠিন সময়ে যেন তারা এই প্রাক্তন দম্পতির ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করেন।

উল্লেখ্য, আনা ইভানোভিচ ২০০৮ সালে ফ্রেঞ্চ ওপেন জিতে টেনিস জগতে সাড়া ফেলে দিয়েছিলেন। একই বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে তিনি মারিয়া শারাপোভার কাছে হেরে যান।
২০১৬ সালে পেশাদার টেনিসকে বিদায় জানান এই সার্বিয়ান তারকা।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন