টানা দুই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে পাকিস্তান।
শুক্রবার (১৪ নভেম্বর) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে তিন ম্যাচের প্লে-অফ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৮-০ গোলে হারিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে তারা জিতেছিল ৮-২ ব্যবধানে।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান অনুমিতভাবেই ছিল ফেভারিট। তবে বাংলাদেশ চেয়েছিল তাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে চ্যালেঞ্জ জানাতে। কিন্তু মাঠে তেমন কিছুই করতে পারেনি বাংলাদেশ। এ দিনও আশরাফুলদের শুরুটা হয় আরেকটি বড় হারের শঙ্কা নিয়ে। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ড্রাগ-ফ্লিকে সুফিয়ান খানের গোলে এগিয়ে যায় পাকিস্তান।
দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ওয়াহিদ আশরাফ খানের ফিল্ড গোলে হয় ব্যবধান দ্বিগুণ। ম্যাচে একবারই উল্লেখ করার মতো সুযোগ পেয়েছিল বাংলাদেশ, ২৪তম মিনিটে সার্কেলের ভেতর থেকে সিয়াম তানভিরের সেই হিট যায় বাইরে।
এরপর সুফিয়ান, ওয়ালিদ রানা, শহিদ হান্নানের লক্ষ্যভেদে বড় জয়ের পথে ছুটতে থাকে পাকিস্তান।
৫৩তম মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন আফরাজ। চার মিনিট পর ওয়াহিদ আব্বাস রানা এবং শেষ দিকে অধিনায়ক আম্মাদ বাটের লক্ষ্যভেদে বড় জয় নিয়ে আগামী বছর নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় বিশ্বকাপের বাছাইয়ে খেলা নিশ্চিত করে পাকিস্তান।
আগামী রোববার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি এখন বাংলাদেশের জন্য শুধুই নিয়মরক্ষার।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন