শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৫:৪২ পিএম

তামিমকে দেখে এসে সাকিবের বাবা-মা’র আবেগঘন বার্তা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৫:৪২ পিএম

তামিমকে দেখে এসে সাকিবের বাবা-মা’র আবেগঘন বার্তা

ছবি: সংগৃহীত

গতকালকের দিনটি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য ছিল একটি উদ্বেগপূর্ণ দিন। এদিন দেশের সফলতম ওপেনার তামিম ইকবাল হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর সবাইকে চমকে দেয়। তবে সময়ের সাথে সাথে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটছে, যা কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। এই কঠিন মুহূর্তে তার পাশে রয়েছেন পরিবারের সদস্য, সতীর্থ এবং শুভাকাঙ্ক্ষীরা।

সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সাভারের কেপিজি হাসপাতালে তামিমকে দেখতে যান সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবা-মা। তামিমের পরিবারের সঙ্গে তাদের দীর্ঘ সম্পর্ক রয়েছে। তাই তামিমের অসুস্থতার খবর পেয়ে তারা সেখানে পৌঁছান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

হাসপাতাল থেকে বেরিয়ে সাকিবের বাবা মাশরুর রেজা সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ তামিম ভালো আছে, খুব দ্রুত বাসায় ফিরে যাবে ইনশাআল্লাহ। তামিমের বাবা আমার খেলার বন্ধু, আমাদের সম্পর্ক অনেক পুরোনো। তার জন্য আমি আগেও দোয়া করেছি, এখনো করব।’

সাকিবের মা শিরীন আক্তারও তামিমের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘আপনারাও সবাই দোয়া করবেন, তামিম যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।’

উল্লেখ্য, গতকাল ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এর একটি ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত সাভারের কেপিজি স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, তিনি দুটি হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন এবং তার হার্টে ব্লক ধরা পড়ায় একটি রিং বসানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তার অবস্থা স্থিতিশীল হলেও আগামী তিন মাস তাকে পর্যবেক্ষণে থাকতে হবে।

এদিকে মৃত্যুর মুখ থেকে ফিরে আজ তামিম তার অফিসিয়াল ফেসবুক পেজে তার অনুভূতি প্রকাশ করেন। তিনি লেখেন, ‘আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য যে, এমন কিছু অসাধারণ মানুষ আমার পাশে ছিল, যাদের নিরলস প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে উঠতে পেরেছি।’

তিনি আরো বলেন, ‘এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, জীবন কতটা অনিশ্চিত। তাই আমি সকলকে অনুরোধ করব, একে অপরের পাশে দাঁড়াতে।’

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ ভরসা তামিম ইকবাল। তার দ্রুত সুস্থতার জন্য পুরো দেশ প্রার্থনা করছে। তার ভক্তরা আশা করছেন, খুব শীঘ্রই মাঠে ফিরে আসবেন দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার।

আরবি/এফআই

Link copied!