ঢাকা: গরমের অস্বস্তির পাশাপাশি আজ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে জানানো হয়- শনিবার (১২ অক্টোবর) ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অন্যদিকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে গরম অনুভুত হতে পারে বলেও জানানো হয়।
এদিকে ঢাকায় আজ ভোরে ২০ মিলিমিটার বেগে বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, ঢাকায় আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় গরম বেশি অনুভূত হতে পারে। তবে আগামী মঙ্গলবার থেকে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তিনি জানান, আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩০ মিলিমিটার বেগে বৃষ্টি হয়েছে নোয়াখালীর হাতিয়ায়। সর্বোচ্চ ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রংপুরের সৈয়দপুরে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন