রাজধানী ঢাকা আবারও বায়ুদূষণের শীর্ষে রয়েছে। আজও বিশ্বব্যাপী দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে এই মেগাসিটি। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪৩ মিনিটে বায়ু মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) থেকে জানা গেছে এ তথ্য।
আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, ঢাকার বায়ু মানের স্কোর ২১৯, যা বিশ্বের সবচেয়ে বেশি। দ্বিতীয় অবস্থানে থাকা উগান্ডার ক্যামপালার বায়ু মানের স্কোর ১৬৮, তৃতীয় স্থানে চীনের উহান শহর, যার স্কোরও ১৬৮। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ভিয়েতনামের হ্যানয় ও নেপালের কাঠমুন্ডু, যাদের স্কোর ১৬৭ ও ১৫৭।
উল্লেখ্য, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলা হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর হিসেবে গণ্য হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়, আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ পরিস্থিতি হিসেবে গণ্য করা হয়।
সূত্র: বিবিসি

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন