বিশ্বের বিভিন্ন দেশে বায়ুদূষণের মাত্রা বাড়ছে, সেই সঙ্গে ঢাকার বাতাসও দিন দিন আরো বেশি দূষিত হয়ে উঠছে। চলতি বছর শুরুতেই বেশ কিছু দিন ঢাকার বাতাসের মান ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। আজও সকাল থেকে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে আন্তর্জাতিক বায়ু মান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য পাওয়া গেছে।
২৪৭ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে ঢাকা, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’। একই সময়ে ২০৭ স্কোর নিয়ে পাকিস্তানের শহর লাহোর দ্বিতীয় অবস্থানে রয়েছে বিশ্বে সবচেয়ে দূষিত শহরের তালিকায়। এদিকে, ১৯৩ স্কোর নিয়ে ভারতের দিল্লি শহর তৃতীয় অবস্থানে রয়েছে অস্বাস্থ্যকর শহরের তালিকায়।
আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়, ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে ধরা হয়, আর ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বাড়ির ভেতরে থাকতে এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়।
এছাড়া, ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে। একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি প্রধান উপাদান— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)—এর ভিত্তিতে।
বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে, যা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি এবং গর্ভবতী নারীদের জন্য এটি বিশেষভাবে ক্ষতিকর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে।
বায়ুদূষণের ফলে প্রধানত স্ট্রোক, হৃদ্রোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুর হার বৃদ্ধি পায়।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন