দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঝড়ো হাওয়ার আশঙ্কার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সময়ের বৈশাখী আবহাওয়ার বৈচিত্র্যের কারণে মাঝেমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার প্রবণতা বাড়ছে। বিশেষ করে দুপুরের দিকে বজ্রবৃষ্টিসহ দমকা হাওয়া বেশি দেখা যেতে পারে। তাই ঝড়ের সময় নদী পথে চলাচলরত নৌযান এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এদিকে আবহাওয়াবিদরা পরামর্শ দিয়েছেন, ঝড়ের সময় খোলা জায়গা বা উঁচু গাছপালা থেকে দূরে থাকার জন্য এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন