বঙ্গোপসাগরের ওপর সঞ্চালনশীল গভীর মেঘমালার কারণে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
মেঘমালার এই সক্রিয়তার ফলে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
শুক্রবার (২৩ মে) সকাল থেকেই মোংলা ও সংলগ্ন উপকূলজুড়ে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে।
তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত বড় ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা নেই।
মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. হারুন উর রশিদ বলেন, ‘সঞ্চালনশীল মেঘমালা থেকে সাগরে লঘুচাপের সম্ভাবনা রয়েছে।’
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান বলেন, ‘তিন নম্বর সংকেত জারি হলেও আবহাওয়া অনুকুলে থাকায় বন্দরে পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ স্বাভাবিক রয়েছে।’
এদিকে, টানা কয়েক সপ্তাহ ধরে মোংলার উপকূল দিয়ে বয়ে যাচ্ছে প্রচন্ড তাপপ্রবাহ। তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলেও দেখা নেই বৃষ্টির।
আপনার মতামত লিখুন :