ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ১২:৪৫ পিএম
ছবি- সংগৃহীত

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারা দেশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (২২ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (২২ জুলাই) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত।

বুধবার (২৩ জুলাই) ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় ভারী বর্ষণ হতে পারে। অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

শুক্রবার (২৫ জুলাই) খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাপমাত্রা সামান্য কমবে বলে জানানো হয়েছে।

শনিবার (২৬ জুলাই) খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।