ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

রাজধানীতে বৃষ্টির শঙ্কা

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০৯:১৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার (৮ আগস্ট)  রাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৮ আগস্ট) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (৮ আগস্ট)  রাতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে সন্ধ্যা ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা ছিল ৭৬ শতাংশ।

এতে আরও বলা হয়েছে,  আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সূর্যাস্ত গিয়েছে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে। আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৭ মিনিটে। গত ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় মাত্র ২ মিলিমিটারও বৃষ্টিপাত হয়নি।