টানা ভারি বর্ষণ ও উজানের পানি বাড়ার কারণে দেশের উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অফিস এক বিশেষ বন্যা পূর্বাভাসে জানিয়েছে, দেশের ভেতরে এবং ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে।
রোববার (৫ অক্টোবর) বিকেল ৩টায় প্রকাশিত বিশেষ বার্তায় এ তথ্যের বিষয়ে জানানো হয়।
প্রকাশিত বার্তায় বলা হয়, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অথবা কাছাকাছি সময়ের মধ্যে দেশের অভ্যন্তরে এবং উজানে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে আগামী ১২ ঘণ্টার মধ্যেই তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের রংপুর বিভাগ এবং উজানে ভারতের বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাংলাদেশের পঞ্চগড়ে ১১৮ মিলিমিটার, নীলফামারীর ডালিয়ায় ৮৫ মিলিমিটার এবং কুড়িগ্রামের পাটেশ্বরীতে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এছাড়া ভারতের দার্জিলিংয়ে ২৬১ মিলিমিটার, কোচবিহারে ১৯০, জলপাইগুড়িতে ১৭২, শিলিগুড়িতে ১৩৪, অরুণাচল প্রদেশের পাসিঘাটে ৮৯ এবং সিকিমের রাজধানী গ্যাংটকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসব এলাকার পানি সরাসরি বাংলাদেশে প্রবাহিত হওয়ায় নদীর পানির স্তর দ্রুত বাড়ছে।
প্রকাশিত বার্তায় আরও জানানো হয়েছে, নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।