ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

৩ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০৩:৫১ পিএম
ছবি- সংগৃহীত

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের তিন বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে শনিবার সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে ভারি (৪৪–৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়, আগামী দুই দিনে দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। তবে বৃষ্টিপাতের কারণে বাতাসে আর্দ্রতা বেড়ে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কম অনুভূত হতে পারে।