ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫

মার্কিন নির্বাচন

ভোটগ্রহণ শেষে গণনা শুরু, এগিয়ে ট্রাম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৮:৪৩ এএম
ছবি: ইন্টারনেট

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল আসতে শুরু করেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) প্রেসিডেন্ট, সিনেট, ও হাউজ অব রিপ্রেজেনটেটিভসহ বিভিন্ন পদে নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কিছু রাজ্যে ভোট গণনা সম্পন্ন হওয়ার পর আংশিক ফলাফল প্রকাশ করা শুরু হয়েছে। কেনটাকি ও ইন্ডিয়ানা রাজ্যের ভোটকেন্দ্রগুলো প্রথমে বন্ধ হয় এবং এখান থেকেই ভোটের ফলাফল আসতে শুরু করে।

বর্তমান পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ট্রাম্প ১৫৪টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন, যেখানে কমলা হ্যারিস নিশ্চিত করেছেন ৩০টি ইলেকটোরাল ভোট। সিনেট ও হাউজ অব রিপ্রেজেনটেটিভ নির্বাচনেও রিপাবলিকান দল কিছু আসনে এগিয়ে রয়েছে।

এদিকে, ফিলাডেলফিয়ায় "বিশাল কারচুপির" অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে তিনি এই অভিযোগ তুলে ধরেন এবং নির্বাচনে কারচুপির শঙ্কা প্রকাশ করেন।