পশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার আগেই রাজ্যের বিভিন্ন বাজারে শাঁক-সবজির দর উর্ধ্বমুখী। বেড়েছে আলু-পেঁয়াজের দামও। এ নিয়ে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এসব পণ্যের দামে রাশ টানতে ময়দানে নামলেন তিনি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাজারদর নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্নে সভাঘরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
বৈঠক শেষে তিনি বলেন, পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা লুটবে, আর আমি চাষিদের জন্য ইনস্যুরেন্সের ব্যবস্থা করবো, দুটো একসঙ্গে চলতে পারে না। এগুলো আমি বরদাশত করবো না।
মুখ্যমন্ত্রী বলেন, আমি তো পশ্চিমবঙ্গ থেকে আলু ছাড়ছিলামও। কিন্তু কী বলেছিলাম? রাজ্যের প্রয়োজন মিটিয়ে বিক্রি করুন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কী দেখলাম? পশ্চিমবঙ্গে আলুর দাম বাড়িয়ে ভিন রাজ্যে পাঠিয়ে বাড়তি মুনাফা লুটার চেষ্টা। এটা বরদাশত করবো না। পশ্চিমবঙ্গের আলু সীমান্ত দিয়ে বাইরে চলে যাচ্ছে। দালালরা সমাজকে শেষ করে দিচ্ছে। পশ্চিমবঙ্গে আলুর দাম বাড়িয়ে মুনাফা বাড়ানো চলবে না। অ্যান্টি-করাপশন ব্যুরোকে শক্তিশালী হতে হবে।
মমতা বলেন, আমি রাজ্যে পেঁয়াজ উৎপাদন শুরু করেছিলাম। রাজ্যে পেঁয়াজ হতো না, সব নাসিক থেকে আসতো। সেই আমার খাওয়ার পেঁয়াজ বাইরে চলে যাবে! রাজ্যে ৭৫ শতাংশ পেঁয়াজ উৎপাদন করেছিলাম।
এদিন রাজ্যের আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে দ্রুত টাস্কফোর্সের মিটিং ডাকারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশপাশি, অবিলম্বে সীমান্ত সিল করার নির্দেশ দিয়েছেন তিনি।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন