বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


হাসান মাহমুদ

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪, ০৯:০১ পিএম

এবার মুসলিম সাংসদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল যোগী

হাসান মাহমুদ

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪, ০৯:০১ পিএম

এবার মুসলিম সাংসদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল যোগী

ফাইল ছবি

ভারতের উত্তর প্রদেশের সম্ভল জেলার সপা সাংসদ সমাজবাদী পার্টির জিয়াউর রহমান বার্কের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ সরকার। গত ২৪ ঘণ্টায় তল্লাশি অভিযান, এফআইআর, বিদ্যুৎ সংযোগ কাটার পর এবার বুলডোজার তাঁর বাড়ির সামনের সিঁড়ির অংশ গুঁড়িয়ে দেওয়া হয়।

তার বিরুদ্ধে অভিযোগ, বেআইনি ওই অংশে সিঁড়ি নির্মাণ করায় তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে এসব ঘটনার পিছনে বিজেপির প্রতিহিংসার রাজনীতি দেখছে স্থানীয়রা।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, সাংসদ যেখানে বাড়ি তৈরি করেছেন তার জন্য পৌরসভা থেকে অনুমতি নেওয়া হয়নি। যার জন্য আগেই তাঁকে পৌরসভার পক্ষ থেকে দু’বার নোটিস পাঠানো হয়। আবার বাড়ির পাশে একটি নালার ওপর সম্পূর্ণ বেআইনিভাবে সিঁড়ি নির্মাণ করেছেন তিনি। এই অভিযোগেই শুক্রবার (২০ ডিসেম্বর) কর্তৃপক্ষ বুলডোজার এনে বাড়ির সিঁড়ির অংশ ভেঙে গুড়িয়ে দিয়েছে।

এরআগে বেআইনিভাবে অধিক পরিমাণ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে গতকাল ‍বৃহস্পতিবার জিয়াউরের বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেয় উত্তরপ্রদেশের বিদ্যুৎ দপ্তর। তার বিরুদ্ধে অভিযোগ, ওই বাড়িতে যে পরিমাণ লোডের বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে তার ৮ গুণ বেশি বিদ্যুৎ খরচ করছিলেন সাংসদের পরিবার। এছাড়া, অবৈধভাবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফ্রিজ প্রভৃতি চালানো হচ্ছে।

উত্তর প্রদেশ বিদ্যুৎ পর্ষদ জানিয়েছে, দুই কিলোওয়াটের মিটার নিয়েছিলেন জিয়াউর। অথচ তাঁর বাড়িতে খরচ হচ্ছে ১৬.৫ কিলোওয়াট বিদ্যুৎ। পাশাপাশি ১০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্যানেল রয়েছে। পাঁচ কিলোওয়াটের একটি জেনারেটরও রয়েছে। তার পরেও প্রচুর বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে সেখানে। যার জেরেই কেটে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ।

যদিও বিদ্যুৎ চুরির অভিযোগ একবাক্যে নাকচ করে দিয়েছেন সাংসদের আইনজীবী। তাঁর বক্তব্য, ওই বাড়িতে দু‍‍`টি মিটারের মাধ্যমে বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছিল। সব মিলিয়ে যার সর্বোচ্চ ধারণ ক্ষমতা ৫ কিলোওয়াটেরও বেশি। এছাড়াও, ওই বাড়িতে সৌরবিদ্যুতের এবং নিজস্ব জেনারেটরের ব্যবস্থা রয়েছে।

স্থানীয় মুসলিদের অভিযোগ, সম্ভলে মুঘল আমলের মসজিদের সমীক্ষার বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে গত ২৪ নভেম্বর মুসলিমদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। ওই সংঘর্ষে পুলিশের গুলিতে আন্দোলনকারী ছয় মুসলিম নিহত হয়। এ ঘটনায় হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্য উপাসনালয় আইন লঙ্ঘন ও উস্কানি দেওয়ায় অভিযোগ ওঠে। এ কারণের ওই আসনের মুসলিম বিধায়ক জিয়াউর রহমান বার্ককে হেনাস্থা করা হচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস ও সংবাদ প্রতিদিন

আরবি/ এইচএম

Link copied!