ফিলিস্তিনে বসতি স্থাপনকারী ‘ইসরায়েলি’ হামলায় খামিস আইয়াদ নামের এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। দখলকৃত পশ্চিম তীরের সিলওয়াদ শহরে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এতে আইয়াদের পরিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে ঘটনার পূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
৪০ বছর বয়সি আইয়াদ যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা ছিলেন। তার পাঁচ সন্তান রয়েছে।
আইয়াদ চলতি মাসে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হাতে নিহত দ্বিতীয় মার্কিন নাগরিক। এর আগে জুলাইয়ের শুরুতে পাশের শহর সিনজিলে ২০ বছর বয়সি সাইফুল্লাহ মুসাল্লেতকে পিটিয়ে হত্যা করে ‘ইসরায়েলি’ বসতি স্থাপনকারীরা।
শিকাগোভিত্তিক কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) স্থানীয় শাখার প্রতিনিধি উইলিয়াম আসফুর নিহত আইয়াদের পরিবারের পাশে দাঁড়িয়ে বলেন, ‘আমরা মার্কিন বিচার বিভাগ থেকে পূর্ণ তদন্ত দাবি করছি। একজন মার্কিন নাগরিককে হত্যা করা হয়েছে। এর জবাবদিহিতা কোথায়? বসতি স্থাপনকারীরা বাড়ি জ্বালায়, সেনারা তাদের সহায়তা করে, আর আমাদের সরকার বিলিয়ন ডলার পাঠায় এসবের জন্য।’
নিহতের চাচাতো ভাই মাহমুদ ইসা জানান, বৃহস্পতিবার ভোরে আইয়াদের বাড়ির বাইরে বসতি স্থাপনকারীরা গাড়িতে আগুন লাগিয়ে দেয়। আগুন নেভাতে গিয়ে তিনি ‘ইসরায়েলি’ সেনাবাহিনীর টিয়ার গ্যাস হামলার শিকার হন। পরিবারের ধারণা, আয়্যাদ আগুন ও টিয়ার গ্যাসে দমবন্ধ হয়ে মারা যান।
যুক্তরাষ্ট্র সরকার পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ‘ইসরায়েলি’ বসতি স্থাপনকারীদের হামলাকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করলেও গত কয়েক মাসে এই ধরনের হামলা বেড়েই চলেছে, বিশেষ করে ২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে।
আপনার মতামত লিখুন :