করোনা ভাইরাস বিশ্বে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছিল তারপর থেকে ভাইরাস নামটি শুনলেই যে কেউ আঁতকে ওঠে। তবে এই আতঙ্কের মধ্যেই আবার নতুন আরেকটি ভাইরাস জনমনে সৃষ্টি করেছে ভীতি। যার নাম এইচএমপি।
ইতোপূর্বেই চীন-জাপানে সংক্রমণ ছড়িয়েছে এটি। তবে এবার ভারতের বেঙ্গালুরুতে আট মাসের এক শিশুর শরীরেও পাওয়া গেছে এই ভাইরাস। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুর নমুনা পরীক্ষায় সংক্রমণ মেলে এ ভাইরাসের। যদিও চীন-জাপানে যে এইচএমপি ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে, এটিও সেই একই প্রজাতির কি না, তা এখনও স্পষ্ট নয়।
স্বাস্থ্য অধিদফতরের এক সূত্র ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে জানিয়েছে, এই ভাইরাসের চীনে কোন প্রজাতির সংক্রমণ ছড়িয়েছে, সে বিষয়ে এখনও সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। ফলে এই এইচএমপি ভাইরাসটি প্রজাতির বিষয়েও নিশ্চিত হওয়া যাচ্ছে না।
জানা গেছে, চীনে সম্প্রতি এইচএমপি ভাইরাসের সংক্রমণ ঘিরে দানা বাঁধতে শুরু করেছে উদ্বেগ। ভারতসহ বিশ্বের অন্য দেশগুলোতে এ নিয়ে ইতোমধ্যেই ভীতির সৃষ্টি হয়েছে।
যদিও চীন এটিকে একটি মৌসুমী সংক্রমণ হিসেবে উল্লেখ করেছে। তারপরেও চীনের পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। তবে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশবাসীকে অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে।
ইতোমধ্যে কেরলা সরকার সতর্কতামূলক পদক্ষেপ নিতে শুরু করেছে। রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে বয়স্ক এবং অন্তঃসত্ত্বাদের বাড়ির বাইরে কিংবা কোন জনবহুল স্থানে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: নিউজ১৮

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন