দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার বুসানের একটি যাত্রীবাহী বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে, যখন বিমানটি হংকংয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করতে প্রস্তুত ছিল।
বিমানটিতে মোট ১৭৬ জন আরোহী ছিলেন, যার মধ্যে ১৬৯ জন যাত্রী এবং ৭ জন কেবিন ক্রু সদস্য ছিলেন। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বিমানের সবাইকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে, তবে তিনজন সামান্য আহত হয়েছেন।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
এটি গত মাসে থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ায় আসা জেজু এয়ারের দুর্ঘটনার পর দ্বিতীয় বড় বিমান দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় ১৭৯ জন প্রাণ হারিয়েছিলেন।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন