ভারতের পশ্চিমবঙ্গে অফিস থেকে ছুটি না পেয়ে ৪ সহকর্মীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে এক সরকারি কর্মচারী বিরুদ্ধে। ঘটনার পরপরই তাদেরকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
আহতরা হলেন— জয়দেব চক্রবর্তী, সান্তনু সাহা, সার্থ ও শেখ সাতাবুল।
প্রতিবেদনে বলা হয়েছে, অমিত কুমার সরকার নামে ওই ব্যক্তি হামলার পর ‘রক্তমাখা’ ছুরি নিয়ে ঘুরে বেড়ান, যা ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ জানায়, অমিত সরকার ছুটি না পেয়ে ক্ষুব্ধ ও উত্তেজিত হয়ে পড়েন। তবে কেন তাকে ছুটি দেওয়া হয়নি, তা এখনো জানা যায়নি। তাকে গ্রেফতার করা হয়েছে ও তদন্ত চলছে।
জানা যায়, অমিত সরকার কলকাতার নিউটাউন এলাকার কারিগরি ভবনের কারিগরি শিক্ষা বিভাগে কাজ করতেন। তার মানসিক সমস্যা থাকতে পারে বলেও ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ওই ব্যক্তি দিন-দুপুরেই ছুরি নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। তার পিঠে একটি ব্যাগ এবং অন্যটি হাতে। কয়েকজন পথচারীকে তাদের মোবাইল ফোনে অমিতের ছবি তুলতেও দেখা যায়।
সিনিয়র এক পুলিশ অফিসার জানিয়েছেন, উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা অমিত সরকার, কারিগরি শিক্ষা বিভাগে কাজ করেন। বৃহস্পতিবার সকালে ছুটি নেওয়া নিয়ে সহকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয় তার। পরে তিনি সহকর্মীদের একটি ছুরি দিয়ে আক্রমণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

 
                            -20250207150119.webp) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন