কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন- তার দেশ কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ৫১তম অঙ্গরাজ্যের ধারণাকে তিনি ‘পাগলামি’ বলে আখ্যা দিয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (১৪ মার্চ) গভর্নর জেনারেল মেরি সাইমনের উপস্থিতিতে কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মার্ক কার্নি। এতে আনুষ্ঠানিকভাবে জাস্টিন ট্রুডোর যুগের অবসান ঘটে।
শপথ গ্রহণের পর গভর্নর জেনারেলের সঙ্গে করমর্দন ও ফটোসেশনে অংশ নেন কার্নি। এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব বুঝে নিতে গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেন।
কার্নির মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নিয়োগ পেয়েছেন—
ডমিনিক লেব্লাঙ্ক - আন্তর্জাতিক বাণিজ্য ও আন্তঃসরকার সম্পর্কবিষয়কমন্ত্রী
ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেইন - অর্থমন্ত্রী
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড - পরিবহন ও অভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রী (সাবেক অর্থমন্ত্রী)
কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না
শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কার্নি বলেন, “কানাডা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। মার্কো রুবিওর ৫১তম অঙ্গরাজ্যের মন্তব্য একেবারেই পাগলামি।”
তবে তিনি স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান ‘বাণিজ্য যুদ্ধ’ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে তার প্রশাসন। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছাও প্রকাশ করেছেন।
দীর্ঘ ৯ বছর পর লিবারেল পার্টির নেতৃত্বে পরিবর্তন এসেছে। নতুন নেতা নির্বাচনের জন্য গত রোববার পার্টির সদস্যরা ভোট দেন। এতে ১ লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে জয়ী হন মার্ক কার্নি।
মার্ক কার্নি ২০০৮ সালে ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। পরে ২০১৩ সালে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর হিসেবে দায়িত্ব নেন। আর এখন তিনি কানাডার প্রধানমন্ত্রী।
সূত্র: রয়টার্স


