পবিত্র রমজান মাসের শেষ দিনগুলোতে মক্কার গ্র্যান্ড মসজিদে আগত হজযাত্রীদের সঙ্গে ছোট শিশু না নেওয়ার জন্য অনুরোধ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। প্রচণ্ড ভিড়ের মধ্যে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় নিরাপত্তা অপারেশন কেন্দ্র (এনসিও) নামাজের সময় অতিরিক্ত যানজটের বিষয়ে সতর্ক করেছে এবং নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিতের জন্য হজযাত্রীদের নিরাপত্তা নির্দেশিকা অনুসরণের পরামর্শ দিয়েছে।
রমজান মাস ওমরাহর জন্য সবচেয়ে ব্যস্ততম সময়। এ সময়ই মুসলিমদের হজ পালনের প্রবণতা বেড়ে যায়। পবিত্র এই মাসের শেষ ১০ দিন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এর মধ্যে রয়েছে লাইলাতুল কদর, যে রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর প্রথম কুরআন নাজিল হয়েছিল।
উদ্বেগ কমাতে, দুই পবিত্র মসজিদের যত্নের জন্য জেনারেল অথরিটি শিশুদের জন্য একটি নিরাপদ এবং আরামদায়ক পরিবেশ প্রদানের জন্য সার্বক্ষণিক শিশু যত্ন কেন্দ্রের উপলব্ধতার কথা তুলে ধরেছে।
সংস্থাটি অভিভাবকদের আশ্বস্ত করে বলেছেন, ‘আপনার শিশুরা নিরাপদ হাতে আছে’। পাশাপাশি তুলনামূলকভাবে স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করার সময় এই সুবিধাগুলো ব্যবহার করার জন্য অভিভাকদের উৎসাহিত করেছে সংস্থাটি।
এদিকে সৌদি আরব গ্র্যান্ড মসজিদের তৃতীয় এবং বৃহত্তম সম্প্রসারণ প্রকল্প উন্মোচন করছে। এতে একসঙ্গে ২০ লাখেরও বেশি মুসল্লিকে স্থান দেওয়া যেতে পারে এবং এর মধ্যে রয়েছে বর্ধিত উঠোন, প্রশস্ত প্রবেশপথ এবং প্রস্থান পথ এবং উন্নত ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা।
স্থাপত্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে- সুউচ্চ খিলান, খিলানযুক্ত সিলিং, সোনার প্রলেপযুক্ত মাশরাবিয়া (জানালা), খোদাই করা বারান্দা এবং ধ্রুপদী থুলুথ লিপিতে কুরআনের ক্যালিগ্রাফি দিয়ে সজ্জিত দেয়াল।
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর
 

 
                            -(1)-20250325045337.webp) 
                                    -20250325034637.webp)
-20250325042422.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন