বিরল সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখালো জয়পুরের জনগণ। ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে আজ সোমবার হিন্দু–মুসলিম ঐক্য কমিটির উদ্যোগে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।
ঈদুল ফিতরের নামাজ পড়তে দিল্লি রোডের ঈদগাহে সমবেত হওয়া হাজার হাজার মুসলিমদের ওপর ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। এই ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিশ্বজুড়ে উদ্যাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। বিশ্বের ১৮০ কোটি মুসলিম ধর্মীয় উৎসব, রীতিনীতি, অনুশাসনের জন্য ইসলামিক চন্দ্র বর্ষপঞ্জী অনুসরণ করেন। এর ফলে মুসলিমদেশগুলোসহ পুরো বিশ্বে একই দিনে ঈদ পালন করা হয় না।
ভারতে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ। এ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি এই উৎসব সমাজের আশা, সম্প্রীতি ও দয়ার চেতনা জাগ্রত করবে এই কামনা করেন।
প্রধানমন্ত্রী মোদি এক্স–এ এক পোস্টে বলেছেন, ‘ঈদুল ফিতরের শুভেচ্ছা। এই উৎসব আমাদের সমাজে আশা, সম্প্রীতি ও দয়ার চেতনা বৃদ্ধি করুক। আপনাদের সবার প্রচেষ্টায় আনন্দ ও সাফল্য আসুক। ঈদ মোবারক!’
উল্লেখ্য, জয়পুরের ঘটনা ইতোমধ্যে ভারতের মুসলিম সম্প্রদায়ের মাঝে আনন্দের আবহ তৈরি করেছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে নানারকম হামলা-নির্যাতনের শিকার হয়ে চলেছে ভারতের মুসলমানরা।

 
                             
                                    
                                                                
-(1)-20250330145338.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন