দক্ষিণ কোরিয়ায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেগু শহরে পাহাড়ে আগুন নেভানোর সময় একটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ওই হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছেন।
রোববার (৬ এপ্রিল) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেগু শহরে পাহাড়ি এলাকায় আগুন নেভানোর সসয় এ ঘটনা ঘটেছে বলে বিষয়টি এএফপি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে।
এর আগে গত মাসেই দেশটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছিল। এ বিষয়ে দেশটির সরকারি এক প্রতিবেদনে বলেছে, ওই দাবানলে ৩০ জন নিহত হয় এবং ৪৮ হাজার হেক্টরের বেশি বনভূমি পুড়ে যায়।
সম্প্রতি ঘটা বিষয়টি নিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, শুধু পাইলট বহনকারী হেলিকপ্টারটি ‘অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে একটি অভিযানের সময় বিধ্বস্ত হয়।’
তবে এ বিষয়ে দায়েগু দমকল বিভাগের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত মাসেও দমকল বাহিনীর অভিযানের সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর পাইলট নিহত হন।
গত মাসের শেষের দিকে দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে ১৮ জন নিহত এবং আরও ১৯ জন আহত হয়। পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। সে সময় দেশের অনেক ঐতিহাসিক স্থানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন বিভাগ জানিয়েছে, জাতীয় ঐতিহ্য হিসেবে স্বীকৃত জোসন রাজবংশের (১৩৯২-১৯১০) সময়কার একটি স্থাপত্য নিদর্শনও দাবানলে ধ্বংস হয়েছে।
দেশটিতে বর্তমানে স্বাভাবিকের তুলনায় অনেক কম বৃষ্টিপাত হচ্ছে, যা শুষ্ক আবহাওয়ার জন্য দায়ী। এ বছর দেশটিতে এখন পর্যন্ত ২৪৪টি দাবানলের খবর পাওয়া গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪ গুণ বেশি।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন