ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস করল ইয়েমেনি বাহিনী

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০২:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

ইয়েমেনি সশস্ত্র বাহিনী বুধবার (৯ এপ্রিল) এক ঘোষণায় জানিয়েছে, তারা আরও একটি মার্কিন MQ-9 ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। 

দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী আল-জাওফ প্রদেশের আকাশসীমা দিয়ে যাওয়ার সময় ওই ড্রোনটি ধ্বংস করেছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার-জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ড্রোনটি আমাতের দেশীয় তৈরি একটি ক্ষেপণাস্ত্র দ্বারা ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, যুদ্ধ শুরুর পর থেকে এটি ১৮তম কোনো ড্রোন ধ্বংস করেছে ইয়েমেনি বাহিনী।

সারি বলেন, গাজা উপত্যকায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা নির্যাতিত ফিলিস্তিনি জনগণের পক্ষে আমাদের সমর্থন অব্যাহত রাখব।

তিনি বলেন, এই হামলার মাধ্যমে ইয়েমেনি বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি প্রদর্শন করেছে। যা দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক হিসেবে দেখা হচ্ছে।