বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০৯:১৫ এএম

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০৯:১৫ এএম

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কিয়েভে অবস্থিত ভারতীয় ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান কুসামের একটি গুদাম সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। ছবি: সংগৃহীত

শনিবার (১২ এপ্রিল) কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় ওষুধ কোম্পানি কুসাম হেলথকেয়ারের একটি গুদাম ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে ইউক্রেনে নিযুক্ত ভারতীয় দূতাবাস। এক্সে দেয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়, মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে। 

দূতাবাস জানায়, ‘রাশিয়া আজ আমাদের কোম্পানি কুসামের একটি গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতের সঙ্গে মস্কোর দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও এই হামলা অত্যন্ত উদ্বেগজনক। এই হামলায় শিশু ও বৃদ্ধদের জন্য সংরক্ষিত গুরুত্বপূর্ণ ওষুধ ধ্বংস হয়ে গেছে।’

এই ঘটনায় ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস-ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘রাশিয়া আজ সকালেই কিয়েভে একটি ওষুধ কোম্পানির গুদামে ড্রোন হামলা চালিয়েছে, যেখানে শিশু ও বৃদ্ধদের জন্য অত্যাবশ্যক ওষুধ রাখা ছিল। এটি আবারও প্রমাণ করে রাশিয়া বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।’

তবে হ্যারিস তাঁর বিবৃতিতে ওই গুদামটি ভারতীয় কোম্পানির ছিল কি না, তা স্পষ্ট করেননি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্টা দাবি করেছে, ইউক্রেন গত ২৪ ঘণ্টায় রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ওপর পাঁচটি হামলা চালিয়েছে, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘর্ষ-বিরতির একটি চুক্তির লঙ্ঘন বলে তারা উল্লেখ করেছে।

উল্লেখযোগ্যভাবে, ভারত দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে জড়িত, বিশেষ করে জ্বালানি ও প্রতিরক্ষা খাতে। এই হামলার ঘটনায় দিল্লির মস্কো সম্পর্ক নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে।
 

আরবি/এসএস

Link copied!