চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতা করে এবার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ প্রকাশ করল টেক জায়ান্ট মেটা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) স্বতন্ত্র এ অ্যাপের বিষয়টি ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে জানান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।
তিনি বলেন, আজ নতুন মেটা এআই অ্যাপ বাজারে এসেছে! আমাদের অ্যাপগুলোতে প্রতি মাসে প্রায় এক বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী মেটা এআই ব্যবহার করেন, তাই আমরা একটি নতুন স্বতন্ত্র অ্যাপ বাজারে এনেছি। দেখে নিন!
জুকারবার্গ আরও বলেন, অ্যাপটি আপনার ব্যক্তিগত এআই হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এটি মূলত ভয়েসের মাধ্যমে কাজ করবে। ব্যবহারকারীর ব্যক্তিগত কার্যপ্রণালী বিশ্লেষণের মাধ্যমে ব্যবহৃত হবে। আপনার চাহিদা অনুসারে সত্যিই আমরা মৌলিকভাবে শুরু করছি। সময়ের সঙ্গে সঙ্গে আপডেট করা হবে।
অ্যাপটিতে একটি সোশ্যাল ফিড রয়েছে, যা ব্যবহারকারীদের এআই দিয়ে তৈরি করা পোস্টগুলো অন্যান্য ব্যবহারকারীদের সামনে প্রদর্শন করবে। অর্থাৎ মেটার জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুকের মতোই ব্যবহার করা যাবে।
মেটা বলছে, নতুন অ্যাপ্লিকেশনটি মেটা স্মার্ট চশমার জন্য সহযোগী অ্যাপ হিসেবে মেটা ভিউকে প্রতিস্থাপন করে, যা চশমা, মোবাইল অ্যাপ ও ডেস্কটপ ইন্টারফেসের মধ্যে ভয়েসের মাধ্যমে নির্দেশনা গ্রহণ করার ফিচার সুবিধা দেবে।
মেটার এআই অ্যাপের ঘোষণাটি এমন সময় আসলো যখন ওপেনএরআই তার চ্যাটজিপিটির সহকারীর মাধ্যমে দুনিয়ে মাতিয়ে রাখছে।

 
                             
                                    
-20250429141541.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন