পাকিস্তানের লাহোর কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পেহেলগাম সন্ত্রাসী হামলাকে গভীরভাবে উদ্বেগজনক এবং ট্র্যাজেডিক বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন , ভারতকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ‘পাহেলগাম ঘটনায় মানবিক ক্ষতি গভীরভাবে উদ্বেগজনক এবং ট্র্যাজেডিক। যারা হামলার শিকার হয়েছেন তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাই,’ ইমরান খান তার এক্স অ্যাকাউন্টে লিখেন।
তিনি বলেন, ‘পালওয়ামা অপারেশন ঘটনার সময় আমরা ভারতের কাছে সর্বাত্মক সহযোগিতার প্রস্তাব দিয়েছিলাম কিন্তু ভারত কোনো নির্দিষ্ট প্রমাণ হাজির করতে ব্যর্থ হয়েছিল।
‘২০১৯ সালে যেমন আমি পূর্বাভাস দিয়েছিলাম, তেমনই আবার পালগাম ঘটনার পরও হচ্ছে। আত্ম-সমালোচনা এবং তদন্তের পরিবর্তে, মোদি সরকার আবার পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ভারত, যা ১.৫ বিলিয়ন জনসংখ্যার দেশ, তাকে দায়িত্বশীলভাবে কাজ করা উচিত, একটি অঞ্চলে যা ইতিমধ্যেই পারমাণবিক সংঘাতের পয়েন্ট হিসেবে পরিচিত।’
‘শান্তি আমাদের অগ্রাধিকার, তবে এটি পিছু হটার মতো ভুল বোঝা উচিত নয়। পাকিস্তানকে ভারতের যেকোনো মিসঅ্যাডভেঞ্চারের উপযুক্ত জবাব দেওয়ার সক্ষমতা রয়েছে, যেমনটি ২০১৯ সালে আমার সরকার, যা পুরো জাতির সমর্থন পেয়েছিল, করেছিল। আমি সবসময় কাশ্মীরিদের স্ব-নির্ধারণের অধিকারের গুরুত্বের কথা উল্লেখ করেছি, যা জাতিসংঘের প্রস্তাবনায় নিশ্চিত করা হয়েছে।’
খান আরও বলেন, ‘ভারত, যা আরএসএসের আদর্শ দ্বারা পরিচালিত, কেবল এই অঞ্চলের জন্য নয়, বরং বিশ্বব্যাপী একটি গুরুতর হুমকি।’
ইমরান খান, যিনি ২০২৩ সালের আগস্ট মাস থেকে একাধিক মামলায় কারাগারে রয়েছেন, আরও বলেন, ‘একটি বাহ্যিক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ জিততে হলে, জাতিকে প্রথমে একত্র হতে হবে।’

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন