রাশিয়ার রাজধানী মস্কোতে টানা দ্বিতীয় রাতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলার পর নিরাপত্তার কারণে মস্কোর চারটি প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার (৬ মে স্থানীয় সময়) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, রুশ বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াটসিয়া জানিয়েছে, মস্কোর ভনুকোভো, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো ও ঝুকোভস্কি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, শহরের আকাশে অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। কিছু ড্রোনের টুকরো শহরের একটি প্রধান মহাসড়কে পড়েছে, তবে কেউ হতাহত হয়নি।
ইউক্রেন এখনো এ হামলার বিষয়ে কিছু জানায়নি।
এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুই কিশোর আহত হয়েছে এবং কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।
ইউক্রেন দাবি করেছে, কুরস্ক অঞ্চলের তিওতকিনো এলাকায় রুশ ড্রোন কমান্ড ইউনিটে তারা সফল হামলা চালিয়েছে, যাতে রুশ বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
রুশ সামরিক ব্লগারদের মতে, ইউক্রেনীয় বাহিনী সীমান্ত পেরিয়ে কুরস্কে প্রবেশের চেষ্টা করেছে। তারা সাঁজোয়া যান নিয়ে রুশ প্রতিরক্ষা ঘাঁটিতে হামলা চালিয়েছে। রুশ বাহিনী একটি ব্রিজ উড়িয়ে দিয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করে।
এই পরিস্থিতিতে ইউক্রেনের সীমান্তবর্তী সুমি অঞ্চলের দুইটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, রাশিয়ার সম্ভাব্য পাল্টা হামলা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বছর আগস্টে ইউক্রেন কুরস্কে আকস্মিক অভিযান চালিয়ে কিছু এলাকা নিয়ন্ত্রণে নেয়। যদিও রাশিয়া পরে জানায়, তারা পুরো অঞ্চল পুনরুদ্ধার করেছে, কিন্তু ইউক্রেনের দাবি, তাদের সেনারা এখনো সেখানে সক্রিয়।