পাকিস্তানের মসজিদ-মাদরাসা টার্গেট করে হামলা করছে ভারত। এরিমধ্যে দেশটির কোটলিতে মসজিদ-ই-আব্বাস ও মুরিদকেতের একটি মাদরাসাকে টার্গেট করে হামলা চালিয়েছে প্রতিবেশী দেশটি।
এ হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরী এবং ১৮ বছর বয়সী এক ছেলেসহ দুই নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া আ্হত হয়েছেন বেশ কয়েকজন।
বুধবার (৭ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য জানায়।
পাকিস্তানের আইএসপিআরের (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) ডিজি বলেছেন, ‘ভারতীয় বাহিনী মসজিদ মাদরাসা এবং স্বাস্থ্যসেবা সুবিধাসহ বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।’
এদিকে পাকিস্তানে ভারতের হামলার ঘটনায় এখন পর্যন্ত ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। এ ছাড়া নিখোঁজ রয়েছেন কয়েকজন বেসামরিক নাগরিক। এখন পর্যন্ত পাকিস্তানের ছয়টি স্থানে ২৪টি হামলা চালিয়েছে ভারত।
 

 
                             
                                    -20250507044752.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন